গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারিকৃত কারফিউর সময় বাড়ানো হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ চলমান থাকবে। তবে এর মধ্যে দুই ঘণ্টা কারফিউ শিথিল রাখা হবে।
সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায়, পুলিশের গাড়িতে এক ব্যক্তির লাশ তোলা হচ্ছে। ভিডিওটি পোস্ট করে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেন, সেটি গোপালগঞ্জের এবং ওই ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
গোয়েন্দা তথ্য থাকলেও
ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে আইনশৃঙ্খলা বাহিনীকে সেই নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে যেকোনো দল প্রশ্ন করতে পারে। সরকারের বলার কিছু নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।